শাজাহানপুরে বর্ণিল আয়োজনে সুজন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
কেক কর্তন, আলোচনা সভা, দোয়া মাহফিল, র্যাফেল ড্র আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণিল আয়োজন করে সুজন শাজাহানপুর উপজেলা কমিটি।
উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মেছবাউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সুজন’র প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জাফর আলমগীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য হারুনুর রশীদ, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, উপদেষ্টা প্রকৌশলী আব্দুর রহমান।
এছাড়া উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক আনিছার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম দুদু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুচন্দন সরকার, সুজন সদস্য আজিজুল ইসলাম, রমজান আলী রঞ্জু, প্রামাণিক রতন, শহীদুর রহমান সরকার, হোসনেয়ারা বেগম, সৈয়দ আসাদুজ্জামান সঞ্জু, রাহেল মিয়া, এড. সাইফুল ইসলাম, বাগবুল ইসলাম নাইম, নাজিরুল ইসলাম, আব্দুল হাই, শাহীন আলম, শিবলু রহমান, ইমরান হোসেনসহ সুজন পরিবারের শতাধিক সদস্য অনুষ্ঠানে অংশ নেন।








