শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

নির্বাচন বানচালের কোনো চেষ্টাই সফল হতে দেবনা ধর্মপাশায়- আনিসুল হক

Reporter Name / ৯৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, অন্তর্বতী সরকার ঘোষিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগসহ একটি চক্র নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে যথা সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে থেকেই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে যাব।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ধর্মপাশায় এসে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত উপজেলা সদরের মধ্য বাজারে নব-নির্মিত ব্রীজের উপর এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সভায় কৃষকসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বিএনপি সব সময়ই কথা দিয়ে কথা রক্ষা করে থাকে। ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে কৃষক ভাইদের পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফসহ অনেক সুযোগ-সুবিধা দিয়েছিল। বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।

ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এসএম রহমতের পরিচালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, সদস্য কাজী মাজহারুল হক, জাহাঙ্গীর বিন রফিক, মাহবুব আলম হাদিস, আফজাল হোসেন স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নূরুল আমিন, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর