শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

ধামইরহাটে ইট ভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকের মানববন্ধন

Reporter Name / ১২৪ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে ইট ভাটা বন্ধের প্রতিবাদে ১৬টি ইট ভাটার মালিক-শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন  কর্মসূচি থেকে ভাটা বন্ধের নির্দেশ প্রতাহার করে ইটভাটা পূনরায় চালু করার নির্দেশ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়। মানববন্ধন  শেষে ইটভাটা মালিকগন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।  ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে মালিক ছাড়াও প্রায় সহশ্রাধিক শ্রমিক অংশ গ্রহন করেন এবং তাদের কাজের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, সহ-সভাপতি আলহাজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী, সদস্য আবু সাঈদ সিদ্দিকী, আবদুল মালেক, আবদুর কাদের, শ্রমিক মো. সোহেল, রকিবুল ইসলাম প্রমুখ। ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিয়ে ইটভাটা ব্যবসা করি।একটি ভাটায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ জনের কর্মসংস্থান তৈরি হয়। আমরা চলতি মৌসুমে ইট ভাটার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অগ্রিম ঋন গ্রহণ করেছি। আবার অগ্রিম লেবার শ্রমিকদের বেতনসহ কয়লা, মাটি মজুদের পাশাপাশি জমির মালিকদের অগ্রিম ভাড়া প্রদান করেছি। ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে চলতি মাসে ইটভাটা বন্ধের নোটিশ করেছেন। আমরা এমতাবস্থায় ভাটা চালু না করতে পারলে আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখিন হবো।তিনি আরও বলেন, একটি সুবিধাবাদি পুঁজিপতি চক্রের চোখ পড়েছে ইটভাটার উপর। তারা আমাদের ব্যবসা ছিনতাই করে ব্লকের ব্যবসা করতে চায়। এবং সরকারও তাদের পক্ষে কথা বলছে। বিকল্প ব্যাবস্থা নাকরে এবং আমাদেরকে ৪/৫বছর সময় নাদিয়ে অল্প সময়ের নোটিশে ব্যবসা বন্ধ করে দেয়ার ভূমিকা নিয়েছে। যা একেবারেই অসম্ভব।

বক্তাগন ইট ভাটা মালিক ও শ্রমিকদের ব্যাপক আর্থিক ক্ষতি ও কষ্টের কথা ভেবে ইটভাটা চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর