কমলনগরে কাবিখার ‘ডিও’ কালোবাজারে, ভারী হচ্ছে ফড়িয়ার পকেট
মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে কাজের বিনিময় খাদ্য (কাবিখা) ডিও কালোবাজারির হাতে বিক্রির অভিযোগ উঠেছে।
হাত বদলে একটি অবৈধ চক্র প্রভাব খাটিয়ে আবারও এমন কাজ করছেন। এতে রাজনৈতিক ও ব্যবসায়ী কয়েকজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ফলে কাঙ্খিত মূল্যে চাল/গম বিক্রি করতে না পারায় প্রকল্পসভাপতিদের মাঝে নানা প্রশ্ন দেখা দেয়। স্থানীয়দের দাবি; এর নেপথ্যে রয়েছে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের লোকজন।
সূত্রে জানায়, কমলনগর উপজেলায় এবছর প্রায় ৭০ মে.টন চাল/গম বরাদ্ধ হয় কাবিখার নামে। পিআইও অফিস থেকে ‘তালিকা’ চলে যায় কালো বাজারে। বরাদ্ধের নামে ব্যক্তিরা সংশ্লিষ্টরা পিআইও অফিসে যাওয়ার আগে অজ্ঞাত স্থান থেকে ফোন চলে যায় তাদের কাছে। ফলে বাধ্য হয়ে বাজারের নির্ধারিত দামের চেয়ে কমমূল্যে বিক্রি হচ্ছে কাবিখার বরাদ্ধের চাল/গম। সিন্ডিকেটের কব্জায় পড়ায় সরকারের বরাদ্ধের বিপরীতে এলাকার উন্নয়নও কম হচ্ছে। নামপ্রকাশ না করার শর্তে একজন প্রকল্প সভাপতি বলেন, আমরা যতটুকু জানি, হাজিরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে চারজন ব্যবসায়ীসহ রাজনৈতিক লোক শক্ত সিন্ডিকেট তৈরী করে কমদামে ব্লাকমার্কেটের কাবিখার ‘ডিও’ কেনেন। এতে প্রতারিত হচ্ছে মানুষ। ফলে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।








