লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলীর , লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হাসান রাজু, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, লংগদু থানা পুলিশ প্রতিনিধি এস আই মোঃ মেজবাহ উদ্দিন, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা হেডম্যান এবং বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, অগ্নিকান্ড রোধে সচেতনতা বৃদ্ধি, ভূয়া বিদ্যুৎ বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে পরামর্শ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।








