নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিন — বিভাগীয় কমিশনার
ময়মনসিংহ প্রতিনিধি:
সরকারি দপ্তরের সব সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে এবং জাতীয় তথ্য বাতায়ন নিয়মিত হালনাগাদ রাখতে হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণ’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দিকসহ বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রতিটি অফিসে ওয়েব অ্যাডমিন নিয়োগ, সাইবার সিকিউরিটি জোরদার ও ওয়েবসাইট নিয়মিত হালনাগাদে গুরুত্ব দেন।
প্রধান অতিথি বলেন,সিটিজেন চার্টার ও সেবা বক্স নিয়মিত মনিটর করতে হবে। প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের শতভাগ সঠিক সেবা নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট হতে হবে।”








