অবৈধভাবে মাটি কাটার দায়ে তাড়াশে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেনের নেতৃত্বে দেশীগ্রাম ইউনিয়নের কুমারল্লু এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, তাড়াশ উপজেলার কুমারল্লু গ্রামের ওই মাটি ব্যবসায়ী পুকুর খননের অনুমতিকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে আসছিলেন। তিনি মূলত গভীর রাতে ট্রাক ও ট্রলি ব্যবহার করে এই মাটি অন্যত্র বিক্রি করতেন। এই বেপরোয়া মাটি কাটার ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, তেমনি মাটি বহনকারী ভারী যানবাহনের চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম নাহিদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সময় একটি ভেকু মেশিন আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মালিকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হোসেন বলেন, “পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কাটা ও মাটি বিক্রি করার অপরাধে এক ভেকু মালিককে ওই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ ও রাস্তাঘাট রক্ষায় এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।”








