ডোমারে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা সহ ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ১০টা থেকে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, সদস্য সচিব অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, উপদেষ্টা অধ্যক্ষ এম. লতিফুল মুন্তাকীম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, এজাবুল হোসেন শাহ, প্রভাষক মো. কাওছার আলম বকুল, একরামুল হক, এএসএম আব্দুল কাদের, যুগ্ম-সদস্য সচিব রমনী কান্ত রায়, অর্থ সচিব রুহুল আমিন, প্রচার সম্পাদক রইসুল আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
পরে, ডোমার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। বক্তারা ভাতা উন্নীত সহ জাতীয়করণের দাবি জানান।








