কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ঘর প্রদান
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে শারীরিক প্রতিবন্ধীকে ঘর প্রদান করা হয়েছে।জেলার মিরপুর উপজেলার আটিগ্রামের শারীরিক প্রতিবন্ধী পিন্টু মিয়াকে সোমবার দুপুরে এ ঘর প্রদান করেন ইউএনও নাজমুল ইসলাম। এ সময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায় পিন্টু মিয়া ভাঙ্গা বাড়িতে ছেলে সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাতেন। এক পা কাটা থাকার কারণে তিনি স্বাভাবিকভাবে কোন কাজ করতে পারতেন না। দুই শতক জমি থাকলেও যার ভাঙ্গা ঘর মেরামতের কোন সামর্থ্য ছিল না। এরই মধ্যে তিনি মিরপুর উপজেলা সমাজসেবা অফিসে বাড়ি নির্মাণের আবেদন করেন। অতঃপর উপজেলা প্রশাসন তার এই আবেদনের ভিত্তিতে একাধিক যাচাই পথ বাচাই শেষে একটি আধা বাড়ি নির্মাণের লক্ষ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন মিরপুর ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিবন্ধী পিন্টু মিয়ার বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয়। এ সময় উপকারভোগী পিন্টু মিয়া বলেন, একটি পা না থাকার কারণে কোন কাজ করতে পারেন না যার ফলে নতুন করে ঘর নির্মাণ তার জন্য অসাধ্য ছিল। মিরপুর উপজেলায় আবেদন করার পরে উপজেলা ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তার এই ঘর পাওয়ায় সে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।








