কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ওদুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, সোনালী ব্যাংকের এজিএম শামসুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, জাইকার ফ্যাসিলিটিটর উত্তম কুমার বিশ্বাস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর নাসিম রেজা নিলু প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অগ্নিকান্ড মহড়া প্রদর্শন করা হয়।








