কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ ৫ জন আটক
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ৫ জনকে আটক করেছে। শনিবার ভোরে ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে কুষ্টিয়া সীমান্তের দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ নামক স্থানে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ২০ বোতল এসএসডিসহ (৫০ এমএল) ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন ঠোটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) ও মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)। অন্যদিকে শুক্রবার রাতে চিলমারী বিওপি’র হাবিলদার মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে মুন্সিপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন
চরুইকুরি মরারপাড়া প্রামের গাজী মন্ডলের ছেলে স্বপন মন্ডল(২৩), মৃত দুল্লুক মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), মুন্সিপাড়ার খলিলুর রহমানের ছেলে রাসেল (২০)।ওই রাতেই উদয়নগর বিওপির সুবেদার সৈয়দ শুকুর আলীর নেতৃত্বে আতারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৪ কেজি ৬শ’ গ্রাম কারেন্ট জাল এবং ১ হাজার ৯শ’ ৮০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করে। শেওড়াতলা বিওপি’র নায়েব সুবেদার আছাবুর রহমানের নেতৃত্বে হাড়া ভাঙ্গা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১শ’ ৫০ গ্রাম হেরোইন আটক করে। ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে ৫ হাজার ৩শ’ ৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি ও ৪শ’ কেজি কারেন্ট জাল উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১০ কোটি ৭১ লক্ষ ১৭ হাজার ২শ’ টাকা। আটককৃত আসামীদের মাদকদ্রব্য এবং অস্ত্রসহ বিধি মোতাবেক দৌলতপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।








