কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে ডিআইজির মতবিনিময়
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। এ সময়ে পুলিশ সুপার মিজানুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি রেজাউল ইসলাম রেজা বলেন ২৪’র জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের কাজ অব্যাহত রয়েছে । ইতোমধ্যে জেল থেকে পালিয়ে যাওয়া অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের আটকে অভিযান চলমান রয়েছে।








