শাজাহানপুরে নক আউট ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম আব্দুল মান্নান একাদশ
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে নক আউট ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আব্দুল মান্নান একাদশ।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় যুব সমাজের উদ্যোগে মানিকদিপা চারমাথা সোনালী বাজারে টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় এলাকার ব্যাপক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু।
এসময় শাজাহানপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাজিরুল ইসলাম নাজিরের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়িয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাবের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আড়িয়া ইউপি সদস্য আলমগীর হোসেন, সহ-সভাপতি ছিলেন মানিকদিপা চারমাথা সোনালী বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও দলিল লেখক আড়িয়া ইউপি সদস্য আব্দুল বাসেত রঞ্জু, সমাজ সেবক ও মানিকদিপা পদ্মপাড়া কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ আড়িয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি আক্তারুজ্জামান মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ আড়িয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুস সালাম সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু উপস্থিত দর্শকদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে দিনের বেলা বিভিন্ন খেলাধুলার পর পড়ন্ত বিকেলে যুবক ভাইয়েরা নিকটস্থ বাজারে কিছু সময় ব্যয় করে থাকেন। এই সময়েও যুবকেরা যেন ভূল পথে না যেতে পারে এজন্য স্থানীয় বাজার গুলোতে ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করা একটি মহতী উদ্যোগ। এমন উদ্যোগে তিনি সব সময় যুব সমাজের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন।
ফাইনাল ম্যাচে আব্দুল মান্নান ক্যারাম একাদশ টীম ২-০ গেমে আব্দুর রউফ ক্যারাম একাদশ টীমকে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলা পরিচালনা করেন আব্দুল হাকিম। খেলা পরিচালনায় অন্যান্যের মধ্যে সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম আরিফ, শফিকুল ইসলাম, তাজনুর, রকি, খায়রুল ইসলাম সহ অনেকেই।








