তাহিরপুরে একাধিক মামলার পলাতক আসামী জমসেদ আটক
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর একাধিক জিআর মামলার পলাতক আসামি জমসেশ মিয়া(৩৮) কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আটক জমসেদ উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মোঃ আব্দুন নূর এর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর নির্দেশনায় তাহিরপুর থানার এসআই দীপক দাশ সংর্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জমসেদ কে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসআই দীপক দাশ। তিনি জানান আটক জমসেদ কে তাহিরপুর থানা সোপর্দ করা হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান,আটক জমসেদকে আগামী কাল আদালতে পাঠানো হবে।








