কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদের কারণে একদিকে যেমন সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি ফসলের উৎপাদনও বেড়েছে। ফলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ছে। অর্থনৈতিকভাবে মুক্তি পেতে কৃষকরা চাষাবাদের সকল পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে ফসল উৎপাদন করে অধিক লাভে পন্য বিক্রয় করে মুনাফা অর্জনে সক্ষম হবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময়ে জেলা প্রশাসকের কার্যালযের সহকারী কমিশনার আবু সালেহ মোঃ নাসিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে দেখেন।








