বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে আজ সকালে খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবিকা উক্রাচিং মারমা। সংগঠনের সভাপতি ও স্থানীয় কার্বারী অংথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ মারমা সোসাইটি কমিটির,সাধারণ সম্পাদক অংসা মারমা (কার্বারী), বাংলাদেশ মারমা সোসাইটি কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক সাথোয়াইপ্রু মারমা এবং বাংলাদেশ মারমা সোসাইটি কেন্দ্রীয় কমিটি সদস্য রাপ্রুসাই মারমা গুগড়াছড়ি , নুনছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংসাপ্রু মারমা, সহকারী শিক্ষক ক্যজাই মারমা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, নিজস্ব ঐতিহ্য রক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য নতুন প্রজন্মকে নিজ মাতৃভাষা শিক্ষা প্রদান করতে হবে। তাই তাদেরকে বাংলা ভাষার পাশাপাশি নিজ নিজ মাতৃভায়ায় দক্ষ হতে হবে। নতুন প্রজন্মের হাতে তুলে দিতে নিজস্ব মাতৃভাষা বই ওখাতা কলম। এসময় , বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন।








