গুইমারায় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের তান্ডব: পাঠাও কর্মীকে জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা দাবি
মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রকাশ্য দিবালোকে পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানকে মালামাল ও মোটর সাইকেল সহ জিম্মি করে বিপুল পরিমাণ চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্প্রতিবার ২০ নভেম্বর দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় গুইমারা বিজিবি সেক্টরের ১নং জিপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঠাও কুরিয়ারের ডেলিভারিম্যান মোহাম্মদ তারেক হোসেন বরুইতলী এলাকায় পার্সেল ডেলিভারি দিতে গেলে ইউপিডিএফ (মূল) দলের স্থানীয় পোস্ট পরিচালক বিকাশ ত্রিপুরার নেতৃত্বে ৬-৭ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তারেক হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল এবং কুরিয়ারের মালামালসহ তাকে আটক করে।
পরবর্তীতে সন্ত্রাসীরা মোবাইলের মাধ্যমে পাঠাও কুরিয়ারের গুইমারা শাখার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম-কে যোগাযোগ করে বাৎসরিক টোকেন বাবদ ৪০,০০০ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে আটককৃত ব্যক্তিকে অজ্ঞাত স্থানে অপহরণ করে হত্যার হুমকিও প্রদান করা হয়।
পরিস্থিতি সামাল দিতে ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তিনি সন্ত্রাসীদের সাথে আলোচনায় বসে আগামী ২৩ নভেম্বর (রবিবার) ১৫,০০০ টাকা পরিশোধ করার প্রস্তাব দেন। তবে সশস্ত্র গ্রুপটি ২০২৬ সালের অগ্রিম বাৎসরিক চাঁদা হিসেবে এককালীন ৪০,০০০ টাকা দাবিতে অনড় থাকে।
দীর্ঘ আলোচনার পর, আগামী ২২ নভেম্বর (শনিবার) নির্ধারিত এলাকায় গিয়ে দাবিকৃত ৪০,০০০ টাকা পরিশোধ করে টোকেন সংগ্রহ করার শর্তে সন্ত্রাসীরা কোনো মুক্তিপণ ছাড়াই ডেলিভারিম্যান তারেক হোসেনকে ছেড়ে দেয়। তবে শর্ত ভঙ্গ করলে বা নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করলে ওই ডেলিভারিম্যানকে পুনরায় অপহরণ করা হবে বলে হুমকি দিয়েছে সশস্ত্র সংগঠনটি।
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।








