বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

রাজবাড়ীর রসুলপুরে তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিল ২০ নভেম্বর থেকে শুরু

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জাকারিয়া মাসুদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের দক্ষিণ বঙ্গের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রসুলপুর দরবার শরীফে আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর ২০২৫, বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনব্যাপী ৬৪তম বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও लाखों ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে এই মাহফিল অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

 

এই দরবার শরীফের গোড়াপত্তন করেন প্রখ্যাত আলেম ও পীরে কামেল আল্লামা আব্দুল মতিন নেছারী (রহ.)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়াতে জন্মগ্রহণ করলেও হযরত মুহাম্মদ (সাঃ) এর স্বপ্নযোগে প্রাপ্ত ইশারায় রাজবাড়ীর রসুলপুরে এসে দ্বীনি মারকাজ প্রতিষ্ঠা করেন। শৈশবে দৃষ্টিশক্তি হারালেও তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান হাফেজে কুরআন এবং শুধুমাত্র শোনার মাধ্যমে মাওলানা ডিগ্রী অর্জন করেন। তিনি শিরক ও বিদআত দূরীকরণের পাশাপাশি এলাকায় একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আল্লামা আব্দুল মতিন নেছারী (রহ.) প্রথমে চরমোনাইয়ের পীর সৈয়দ ইসহাক (রহ.) এর মুরিদ ছিলেন এবং পরবর্তীতে ভারতের মাওলানা আব্দুল খালেক বর্ধমানী (রহ.) এর কাছ থেকে খেলাফত লাভ করেন। তিনি অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন’ প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।

 

তাঁর ইন্তেকালের পর দরবার শরীফের পীর সাহেব এবং মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ছোট ভাই ও খলিফা আলহাজ্ব হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেছারী। তিনি বর্তমানে রাজবাড়ী জেলা কওমী মাদ্রাসা বোর্ড এবং রাজবাড়ী জেলা ওলামা পরিষদের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

 

বর্তমান পীর সাহেব জানিয়েছেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর আরও বেশি সংখ্যক দেশবরেণ্য আলেম ও আলোচক মাহফিলে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সারাদেশ থেকে লাখো মুসল্লির আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। মাহফিলের আয়োজক কমিটি সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন এবং মাহফিলের সার্বিক সফলতার জন্য দোয়া চেয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর