সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে এবং অপর এক নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর বহুলী-ছোনগাছা আঞ্চলিক সড়কের বহুলী বাজার এলাকায়।
নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৫২), তিনি বহুলী নতুন পাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। আহত তাহমিনা খাতুনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি নির্বাচনী বৈঠক করেন। বৈঠক শেষে তার গাড়িবহর শহরের দিকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন দোকান থেকে কেনাকাটা করে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
এ সময় গাড়িবহরের পেছনে থাকা এক জামায়াত কর্মীর দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার খারাপ অংশের কারণে ভুল পথে এসে দুই নারীকে সরাসরি ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








