শাজাহানপুরে স্বামী পরিত্যক্ত নারীর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে ফুলকোট গ্রামে স্বামী পরিত্যক্ত এক নারীর মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে আমরুল মোবারমার্কেট এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা অভিযোগ করেন, গ্রামের এক প্রতারক নারী ষড়যন্ত্রমূলকভাবে নিরপরাধ কিশোর সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
সরেজমিনে পারিবারিক সূত্রে জানাগেছে, ফুলকোট মধ্যপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে সিরাজুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর এলাকার মৃত ফজলার রহমানের মেয়ে স্বপ্না বেগমের। সংসার জীবনে তাদের উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগেই থাকত। এক পর্যায়ে গত ২০২৩ সালে ডিভোর্সের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর স্বপ্ন বেগম যৌতুকের দাবি করে স্বামী সিরাজুলের বিরুদ্ধে মামলা করে। যে মামলা এখনো আদালতে চলমান রয়েছে। এমতাবস্থায় হঠাৎ করেই গত ৪ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে স্বপ্না বেগম সিরাজুলের বাড়িতে আসে। এ অবস্থায় সিরাজুলকে বাড়িতে না পেয়ে তার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি সিরাজুলের বৃদ্ধা মা রাশেদা বেগম (৭০) কে মারধর করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা জানতে পেরে ছুটে এসে স্বপ্না বেগমকে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে আটক করে রাখে। পরে ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হলে পুলিশি এসে তাকে হেফাজতে নেয়।
এলাকাবাসী আরও জানান, এই নারী এর আগেও আরও তিন চারটা বিয়ে করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে সাধারণ মানুষকে হয়রানি করছে। একইভাবে আমাদের গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করতে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি সে মামলায় গ্রামের সাবেদ আলীর ছেলে মিশাত (১৬) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীকে দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। অথচ স্থানীয় থানা পুলিশ তার পক্ষ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বক্তারা গ্রামের সাধারণ মানুষের উপর আইনী হয়রানিমূলক গ্রেফতারের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রতারক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।








