শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

লালমনিরহাট-১ আসনে এনসিপি’র সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা সুমন, পরিবর্তনের আশায় তরুণ প্রজন্ম

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

​মোঃ মিনাজ ইসলাম, পাটগ্রাম প্রতিনিধি

​লালমনিরহাট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা গোলাম ফারুক সরকার সুমন জোরেশোরে প্রচারণায় নেমেছেন। এলাকার উন্নয়ন ও তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করে যাওয়া এই তরুণ নেতাকে নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

​দীর্ঘদিনের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা এবং তরুণ মেধাবী ছাত্রনেতা হিসেবে সুপরিচিত গোলাম ফারুক সরকার সুমন ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা। এছাড়াও তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত। তার ক্লিন ইমেজ ও স্পষ্ট রাজনৈতিক ভিশনের কারণে বিশেষত যুবসমাজ তাঁর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে।

​উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব:

​গোলাম ফারুক সরকার সুমন হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার সার্বিক উন্নয়নে নেতৃত্ব দিতে চান। তিনি তার নির্বাচনী পরিকল্পনায় বেকারত্ব দূরীকরণ, শিক্ষাখাতের উন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ। বেকারত্বের স্থায়ী সমাধানে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তাঁর।

​পাশাপাশি শিক্ষাখাতের উন্নয়নে স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করতে চান তিনি।

​দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার:

​এলাকা থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবার সহযোগিতা কামনা করেছেন এই সম্ভাব্য প্রার্থী। একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি আমার একমাত্র লক্ষ্য। আমি চাই হাতীবান্ধা-পাটগ্রামের মানুষ শিক্ষায়, কর্মসংস্থানে ও নিরাপত্তায় এগিয়ে যাক এবং একটি আধুনিক সমৃদ্ধশালী এলাকায় পরিণত হোক।”

​তরুণদের প্রত্যাশা সুমনের প্রতি:

​গোলাম ফারুক সরকার সুমন তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের সঙ্গে সুসম্পর্কের কারণে এলাকার মানুষকে বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশী করে তুলেছেন। তার সমর্থকরা মনে করেন, সুমনের মতো মেধাবী ও তরুণ নেতাই পারবেন হাতীবান্ধা-পাটগ্রামের উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে। এলাকার একাধিক তরুণ জানান, তারা এবার গোলাম ফারুক সরকার সুমনকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। তার পরিষ্কার ভিশন ও কাজের প্রতি নিষ্ঠাই তাদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।

​গোলাম ফারুক সরকার সুমন সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে লালমনিরহাট-১ আসনকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর