কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুর
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার(১৪ সেপ্টম্বর ) রাত সোয়া ৮টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দির মন্দির এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে যান।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে।
অমরেশ ঘোষ আরো বলেন টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। সোমবার থেকে রংয়ের কাজ শুরু হবার কথা ছিল।
এ ব্যাপারে, মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন তদন্ত করে
প্রকৃত করণ উদঘাটনের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার জানান,ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।








