রামগতিতে পাউবোর জায়গা দখলের অভিযোগ
মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে পানি উন্নয়ন বোডের জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর জহির কোম্পানীর বিরুদ্ধে। চরবাদাম ইউনিয়নের লক্ষ্মীপুর- ওয়াবদা পাকা বেঁড়ীর পাশে দখলকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, চরবাদাম ইউনিয়নে পানি উন্নয়ন বোডের বেঁড়ীর পাশে সরকারী জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত ছিলো। বিগত সরকারের আমলে জায়গাটি সরকারসহ সংশ্লিষ্টবিভাগের আওতায় ছিলো। গত কয়েকদিন যাবত ট্রেক্টারের সাহায্যে ব্রিকফিল্ডের মাটি দিয়ে সরকারী জায়গাটি ভরাট করছে স্থানীয় জহির কোম্পানী নামে এক ব্যক্তি । বেড়ীসম্পৃক্ত জায়গাটি অনেক মূল্য রয়েছে। তারা আরও বলেন, মার্কেট করার জন্য দীর্ঘদিন পর এপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি।
সরকারী জায়গা ভরাটের বিষয়ে অস্বীকার করে মো. জহির কোম্পানী বলেন, এটি আমার জায়গা। সরকারী বেঁড়ীর পাশে আমার দখলীয় জমি। তাই আমি ভরাট করছি। প্রকৃতপক্ষে এটি সরকারের জায়গা নয় বলে তিনি দাবি করেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমজাদ হোসেন বলেন, চরবাদাম বেঁড়ীর পাশে জায়গা ভরাটের বিষয়টি শুনেছি। সুনির্দিষ্ট কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভরাটকৃত জমিটি দেখার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে।
লক্ষ্মীপুর পানিউন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ উজ জামান খান বলেন, সরকারের প্রকৃত কাগজপত্র ছাড়া কেউ জায়গা দখলের কোন সুযোগ নেই। চরবাদামের একটি দখলের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। সরকারের জায়গা দখল না করলে আমাদের কোন আপত্তি নেই। এবিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া আমাদের প্রতিটি পয়েন্টে লোকজন কাজ করছেন।








