কুষ্টিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইমাম, জজ কোর্টের পিপি অ্যা. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জুলাই আন্দোলনে আহত পরিবারের প্রতিনিধি এনামুল হক, শহীদ পরিবারের সদস্য সুজন মাহমুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া’র সভাপতি আহম্মদ আলী, কুষ্টিয়া কুওয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তারিকুল রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান শ্রদ্ধাভরে স্মরণ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের নিহত ইয়ামিন, ওসামা, আবু সাইদ ও মুগ্ধসহ সকল শহীদদের। তিনি বলেন, জুলাই আন্দোলনে দেখেছি দেশের সকল আত্মত্যাগ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দীপ্ত এক আহ্বান। তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে নতুন করে দেখিয়ে দিয়েছেন—অন্যায়ের কাছে মাথা নত নয়, বরং রক্ত দিয়ে হলেও ন্যায়ের পতাকা উঁচু রাখতে হয়। আবু সাইদ ছিলেন একজন সাহসী তরুণ, যিনি মানুষের অধিকারের পক্ষে দাঁড়াতে জানতেন। মুগ্ধ ছিলেন তেমনি এক প্রতীক, যে শান্ত স্বভাবেও অসীম সাহস ধারণ করেছেন। ২০২৪ সালের এই আন্দোলনে তারা শুধু প্রতিবাদ করেননি—তারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, জনগণের অধিকারের প্রশ্নে আপস নয়। আজকের এই স্মরণসভা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দায়বদ্ধতা প্রকাশের একটি মুহূর্ত। আমরা যেন এই শহীদদের রক্তকে বৃথা যেতে না দিই। আমাদের সমাজে সত্য, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের আদর্শ হোক আমাদের পথনির্দেশক। আমি এই সভার মাধ্যমে সকলকে আহ্বান জানাই—আসুন, আমরা শহীদ আবু সাইদ ও মুগ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হই। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদের রক্ত কখনো বৃথা যায় না—এই চেতনাই হোক আমাদের চলার প্রেরণা।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকন উজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা-উদ্দীন জোয়ার্দার, নায়েবে আমীর আব্দুর গফুর, শহর জামায়াতের আমীর এনামুল হক, কুষ্টিয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করীম, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা শফিউল আযম, কুষ্টিয়া শীল্পকলা একাডেমির কালচারাল অফিসার অফিসার সুজন মাহমুদ, মাদকাদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার, বিআরটিএ এর সহকারী পরিচালক আতিয়ার রহমান, কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবার, আহত ও আহতের পরিবারসহ জেলার বিভিন্ন দফতরের প্রধান ও নির্বাহীগন উপস্থিত ছিলেন।








