কুষ্টিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধাকে দাফন
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীকে (৭১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি বাধ্যকজনিত কারণে শনিবার ভোরে মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়াস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দুপুরে খন্দকবাড়িয়া ঈদগাহ ময়দানে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময়ে রাষ্ট্র পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময়ে কুষ্টিয়া-২ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের মৃত আনার আলী মন্ডলের ছেলে।








