শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় চ্যাম্পিয়ন খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে পারতেখুর সোনালী সংঘের উদ্যোগে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পারতেখুর এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সভাপতি ও শাজাহানপুর থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মখদুম মোস্তাহিদ বিল্লাহ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু।
এসময় বিশেষ অতিথি ছিলেন আশেকপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেরাজুল ইসলাম নান্নু, বগুড়া শহর যুবদলের সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল জামান শেখ রবিন, ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান রোকন,
উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, খরনা ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন বিএনপি নেতা মোনায়ারুল ইসলাম হেলাল, শামীনুর রহমান ঠান্ডা, সোহেল রানা, ছাত্রদল নেতা নাঈম ইসলাম শিমু, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন নাহিদ, আইয়ুব, শামীম সহ অনেকেই।
উক্ত টুর্নামেন্টের এই ম্যাচে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব নন্দীগ্রাম সূর্য তরুণ সংঘকে ২-০ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেন। বিজয় দিবসের দিন জনপ্রিয় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতি ছিল।








