বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

লংগদুতে ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস পালিত 

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

মোহাম্মদ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-

রাঙ্গামাটির লংগদুতে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে  উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আতশবাজি ফোটানো ও অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসনের পক্ষে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

এরপর বাংলাদেশ পুলিশ বাহিনী,  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর শাহ নেওয়াজ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইসরাফিল, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত, ফায়ার সার্ভিস কর্মকর্তা লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা ও সভাপতি (অতিঃদাঃ) মোঃ এখলাস মিয়া খান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যনমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে এক মিনিট নিরবতা পালন সহ বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে লংগদু থানার এসআই আল মামুন এর নেতৃত্বে পুলিশ বাহিনী ও আনসার ভিডিপি, স্কাউট সদস্যদের কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণ এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

উল্লেখ্য যে,  ১৬ ডিসেম্বর বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে  চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। ফলে বিশ্বের বুকে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের পরিচয় লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর