লংগদুতে কওমী ওলামা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে কওমি ওলামা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তব্য রাখেন লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও কওমি ওলামা পরিষদের আহবায়ক হাফেজ আবদুল মতিন, কওমি ওলামা পরিষদের মাওলানা জুবাইদুল হাসান, মাওলানা ইউনুছ আল হাবিবি সহ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে আগামী তিনবছরের জন্য কওমি ওলামা পরিষদের নেতৃত্ব দিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দানের মাধ্যমে দায়িত্বশীল মনোনীত করেন উপজেলার কওমি ওলামা মশায়েখগণ। এতে সভাপতি পদে মাওলানা ইউনুস আল হাবিবী,
সাধারণ সম্পাদক পদে মাওলানা জুবাইদুল হাসান ও কোষাধ্যক্ষ পদে মাওলানা হোসাইন আহমেদকে নির্বাচিত করে আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য অনুরোধ করা হয়।








