কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতসহ ইসলামী সমমনা ৮ দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌড়হাস মোড় থেকে শুরু হয়ে কুষ্টিয়া মজমপুর গেট হয়ে পৌরসভার সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে ৮ দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, জেলা জামায়াতের নায়েব আমির আব্দুল গফুর, জামায়াত নেতা আফজাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান, মাওলানা তৌহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ৮ দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালন করেন শহর জামায়াতের আমীর এনামুল হক।








