মানবতা ও সমাজ কল্যাণে সহায়তা প্রদান সিন্দুকছড়ি জোনের
মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্প্রতিবার ১৩ নভেম্বর সিন্দুকছড়ি জোন সমাজ কল্যাণে সহায়তা স্বরূপ রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে নগদ অর্থ , বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে নগদ অর্থ, গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নগর অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি পিএসসি,জি।
এ সময় জোন কমান্ডার উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী সহ সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।








