রাণীশংকৈলে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাণীশংকৈলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার কলেজ হাটে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকী হুজুরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ (রাণীশংকৈল – পীরগঞ্জ) আসনের বাংলাদেশ জায়ামাতে ইসলামের মনোনিত সংসদ প্রার্থী নায়েবি আমির মিজানুর রহমান মিজান, জামায়াত সেক্রেটারি মোঃ রজব আলী,যুব বিভাগের জেলা সভাপতি মোঃ শাহজালাল জুয়েল,যুববিভাগের উপজেলা সভাপতি মোঃ মোকাররম হোসেন, শ্রমিক জেলা সভাপতি মোঃ মতিউর রহমান আরো অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।








