লংগদুতে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা-হাসপাতাল আনার পথে মৃত্যু
মোঃ এরশাদ আলী, লংগদু(রাঙামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টায়, হাসপাতালে আনার পথে পথিমধ্যে মৃত্যু হয়েছে নববধূ মনিয়ারা আক্তার (১৯) নামের এক নব বধূর।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের সালামপুর গ্রামের নব বধূ মনিয়ারা আক্তার(১৯) মিজান বসত ঘরের আমার সাথে গলায় ফাঁস দেয়। সে ঐ এলকার মোহাম্মদ জসিম উদ্দীনের মেয়ে ও আবু তাহেরের স্ত্রী।
নববধূর স্বামী ও পারিবারিক সুত্র জানায়, বিয়ের মাত্র ২৮দিন বয়স হয়েছিলো। পারিবারিক কোন ঝগড়া কোলহল না থাকা সত্বেও নিজ ঘরেে আড়ার সাথে গলার ফাঁস দেয় মনিয়ারা (১৯)।
পরবর্তীতে পরিবারের লোকজন ডাকাডাকি করে জবাব না পেয়ে মনিয়ারার ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে লংগদুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বরজিৎ কুমার দে জানান, ঘটনার সাথে সাথে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ হতে কারো কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে মর্গে প্রেরণ করা হবে।








