কালাইয়ে সাবেক এমপি মোস্তফার গণমিছিল ও লিফলেট বিতরণ
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের কালাই উপজেলায় এক বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় কালাই সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই গণমিছিলটি শুরু হয়। ধানের শীষের স্লোগানে মুখরিত হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি পাঁচশিরা বাজার প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা
কালাই থানা ও পৌর বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই গণমিছিলটি কালাইয়ের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং জনগণের হাতে বিএনপি’র বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।








