কমলনগরে ’স্বপ্ন’ এখন হাজিরহাটে
মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন হাজিরহাটে। মঙ্গলবার (১৬) সেপ্টেম্বর সন্ধ্যায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। এটি কমলনগর উপজেলার নতুন শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন, হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. ফরহাদ হোসেন, কমলনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোছাইন, কমলনগর প্রেসক্লাবের আহ্বায়ক মুছাকালিমুল্লাহ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক শামছুল আলম দুলাল, পূবালী ব্যাংকের ম্যানেজার মো. ফরহাদ হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, মাস্টার মোঃ শরিফুল ইসলাম, বাজার ব্যবস্থাপনার সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন স্বপ্নে সর্বস্তরের নারী-পুরুষ, বিভিন্ন বয়সের ক্রেতা ও শুভানুধ্যায়ীদের ভিড় জমে উঠেছে।
কমলনগর হাজিরহাটের স্বপ্ন পরিচালক মাহে আলম শামীম ও মো. রিয়াজ বলেন, স্বপ্ন দেশের ৬৪ টি জেলার গন্ডি পেরিয়ে এখন গুরুত্বপূর্ণ উপজেলায়ও। আমাদের বিশ্বাস নতুন এ আউটলেটে আমাদের সেবার মান আরও বিস্তৃত হবে। আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নেতে নিয়মিত বাজার করবেন। তারা আরও বলেন, স্বপ্নে সব সময় কম্বো-বিভিন্ন অপার ছাড়াও ফ্রি, থাকছে নগদ মূল্যছাড়ও। কমলনগর আউটলটের ঠিকানা হাজিরহাট মধ্যবাজার মেইনরোডের পশ্চিম পাশে।








