ধামইরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
মোঃউজ্জল হোসেন
ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার বেলা ১২টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের ধামইরহাট শাখার আয়োজনে সংগঠনের ধামইরহাট শাখার সভাপতি মহেশ পাল ও সাধারণ সম্পাদক জয় সাহার নেতৃত্বে কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে বের হওয়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হানজালা এবং নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি মো. সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম এর অংশ গ্রহণে মঙ্গল শোভাযাত্রা প্রানবন্ত হয়ে ওঠে। সবশেষে শ্রীকৃষ্ণের ৫২৫১ তম আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা ও জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করেন উপস্থিত সনাতন ধম্বাবলম্বীরা।








