শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

কুষ্টিয়ার বাড়ছে পদ্মার পানি : পানিবন্দি ২০ হাজার পরিবার

Reporter Name / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার পদ্মা নদীতে হুহু করে বাড়ছে পানি। গতকাল বৃহস্পতিবারের তুলনায় পদ্মায় আজও (শুক্রবার) পানি বেড়েছে চার সেন্টিমিটার। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার দুই ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারির প্রায় ২০ হাজার পরিবারের অর্ধলক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাঠদান বন্ধ রাখা হয়েছে অন্তত ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে। তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলিজমিও। গেল এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বাড়ছে। এতে বাড়ছে আতঙ্ক। খেয়ে না খেয়ে অনাহারে এক-একটি দিন কাটছে নির্ঘুমে।

 

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গতকাল পর্যন্ত কুষ্টিয়ার পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমার এক মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও আজ নতুন করে বেড়েছে আরও চার সেন্টিমিটার পানি। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

 

জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা এখন পানিবন্দি। এতে সাধারণ মানুষের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে গৃহপালিত গবাদিপশুরও। পানিবন্দি এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান। তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও ৫৭৩ হেক্টর চরের আবাদি ফসলি জমিও।

 

পানিবন্দি স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পানিতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। মাছ ভেসে গেছে পানিতে। গবাদি পশু নিয়েও তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীরা জানান, বন্যার পানির কারণে একমাসের বেশি সময় থেকে স্কুল বন্ধ আছে।

 

দুর্ভোগ বাড়লেও পানিবন্দি এলাকাগুলোতে এখনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। এতে অসন্তোষ প্রকাশ করছেন পানিবন্দি মানুষ।

 

 

দৌলতপুর চেয়ারম্যান রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ সিরাজ উদ্দিন মন্ডল বলেন, ‘ধান, সবজি সব বন্যার পানিতে ডুবে গেছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাহায্যে সহযোগিতা আসেনি।’

 

তবে স্থানীয় প্রশাসন বলছে, পানিবন্দি মানুষের পাশে রয়েছে তারা। দেয়া হচ্ছে ত্রাণ-সহায়তাও।

 

কুষ্টিয়া দৌলতপুর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ‘আমরা শুকনো খাবার সঙ্গে এনেছি। বিভিন্ন ব্যাক্তি এবং পরিবারকে খাবারগুলো দেয়া হচ্ছে।’

 

ব্যাপক হারে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় কিছুটা শঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকা বাড়তি নজরদারিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও সজাগ রয়েছেন।

 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘পানি বৃদ্ধি নিয়ে আমরা সজাগ আছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারীরা কাজ করছে এ বিষয়ে।’

 

এদিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। বর্তমানে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর