লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট (বৃহস্পতিবার) লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মৎস্য কর্মকর্ত আসাদুজ্জামান খান , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, ৩৮ আনসার ব্যাটালিয়নের মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবে প্রধান উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক ও মৌজা হেডম্যান মোঃ এখলাস মিয়া খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ গণমাধ্যম কর্মীগন এতে উপস্থিত ছিলেন।
সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল, ভূয়া বিদ্যুৎ বিল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইল নেটওয়ার্কের ধীরগতি, সামাজিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন লংগদু উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।








