কুষ্টিয়ায় বজ্রপাতে ২ যুবক নিহত
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার ভেড়ামারা উপজেলায় পৃথক বজ্রপাতে শামীম হোসেন ও বিপুল নামে দুই যুবক নিহত হয়েছে।
সূত্রে জানায় শামীম হোসেন দুপুরের দিকে মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে ক্ষেমেদিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। অন্যদিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামে আব্দুল বারীর ছেলে বিপুল (২৮) বজ্রপাতে মৃত্যুবরণ করেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ একরামুল হক বলেন হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। ভেড়ামারা থানার ওসি আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








