ক্রয়সূর্ত্রে জমিতে বাদীর জোরপূর্বক ভোগদখলের চেষ্টা আদালতের রায়ে বিবাদীর নিকট হস্তান্তর
শেরপুর ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের অন্তগত দড়িমুকুন্দ মৌজায় আর এস খতিয়ান নং ২৬৩ এর ৫৭০ দাগের শতাংশ জমির ২৬ শতাংশ ক্রয়সূর্ত্রে প্রাপ্ত হয় তিন ব্যক্তি যথাক্রমে মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুর রশিদ, মোঃ নুর মোহাম্মদ শেখ। তারা উভয়ে ১০ জুলাই ২৪ইং থেকে ভোগ দখল করে আসছে।
উক্ত জমিতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের মোঃ সাজেদা বেগম এবং তার স্বামী মোঃ আবু বকর সিদ্দিক। জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা করলে মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক সহ দুই জন বাধা প্রদান করেন। পরবর্তীতে সাজেদা বেগম বাদী হয়ে আব্দুর রাজ্জাক দিং কে বিবাদী করে ২৭/০৩/২০২৫ ইং অতিরিক্ত জেলা প্রশাসক ‘ক’ অঞ্চলে ১৭১পি/২০২৫ (শেরপুর) মামলা করেন। এছাড়া ও শান্তি শৃঙখলার জন্য ১০৭/১৭ মামলা হয়। মামলার তদন্তের জন্য শেরপুর উপজেলার সার্ভিয়ার দুলাল চন্দ্রকে প্রেরণ করলে তিনি উভয়পক্ষের কাগজ পর্যালোচনা করে সাক্ষীদের উপস্থিতিতে তদন্ত করে বিবাদীদের পক্ষে প্রতিবেদন জমা দেন। তদন্তের প্রতিবেদনের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক ‘ক’ অঞ্চল আদালতে বিবাদীদের পক্ষে রায় ঘোষণার মাধ্যমে মামলার পরিসমাপ্তি দেন।








