রাঙ্গামাটির লংগদুতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ” প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস”। “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কংগ্রেস প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি জেলার উপপরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইসরাফিল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নাসিম হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা উদ্যান তত্ত্ববিদ কর্মকর্তা আসিফ মাহমুদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৌরভ সেন।
এ সময় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। তিনি কৃষি নির্ভর বাংলাদেশের টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, নারী ও যুব উদ্যোক্তৃত্ব, এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ে বাস্তব মুখী আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক, কৃষাণী, যুব উদ্যোক্তা ও স্থানীয় উন্নয়ন কর্মীরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি কৃষির নতুন ধারণা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হন।
আয়োজকরা মনে করেন , এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষিক্ষেত্রে স্থায়িত্ব, উদ্ভাবন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।








