বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ( রহ.) স্মারক আলোচনা সভায়- অধ্যক্ষ আল্লামা জুবাইর 

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

এম হেলাল উদ্দিন নিরব

জেলা প্রতিনিধি ( চট্টগ্রাম)

 

আল মাবরুর হজ্ব কাফেলার চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন ওস্তাজুল ওলামা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) ছিলেন এমন একজন হাস্তি, যিনি বিশ্বব্যাপী ইসলামের মূলধারা সূন্নীয়তের জাগরণে অনন্যসাধারণ অবদান রাখেন। তিনি ছিলেন আধ্যাত্নিক জগতের সিদ্ধপুরুষ। তাঁর সৃজনশীল কর্মযজ্ঞ যুগ পরম্পরায় মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর কোমল পরশে এসে অসংখ্য- অগণিত মানুষ পেয়েছে সঠিক পথের সন্ধান। তিনি তরিকত চর্চার মাধ্যমে মানুষের স্খলনমুক্ত ও বিশুদ্ধ চরিত্র গঠন পূর্বক একটি আদর্শিক প্রজন্ম সৃষ্টিতেও অনবদ্য প্রচেষ্ঠা চালিয়ে গেছেন। তিনি কখনো কালগর্ভে হারিয়ে যাবেন না। তিনি ছিলেন- সত্যানুসন্ধানী মানুষের আস্থার ঠিকানা। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আল্লামা জুবাইর উপরোক্ত কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল (এম এ) মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান বলেছেন-পীরে কামেল আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) পাক-ভারত উপমহাদেশে ইসলামের সঠিক মর্মবাণী ও আদর্শের সম্প্রসারণ এবং বিস্তৃতিতে অহর্নিশ প্রয়াস বাস্তবায়ন করেছেন। ইসলামের নামে সর্বপ্রকার বাতিল আকিদার অপনোদনে উপযুক্ত আলিম-এ দ্বীন এর প্রয়োজনীয়তা অনুভব করে তিনি অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেন। যুগে যুগে ইসলামী খোলসে সৃষ্ট নানা ভ্রান্ত মতবাদ এর বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা কোনভাবেই বিস্মৃত হবার নয় বলে মন্তব্য করে তিনি আরও বলেন- আমরা জামেয়ার দায়িত্বশীল নয়, বরং সেবক। জামেয়ার সেবায় আত্মনিয়োগ করতে পেরে আমরা ধন্য। হুজুর কিবলার সকল ভক্ত- মুরিদদেরও সেবার ব্রত নিয়ে জামেয়ার সার্বিক কার্যক্রম পরিচালনায় এগিয়ে আসার উপর তিনি গুরুত্বারোপ করেন। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ বলেছেন-আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ( রহ.) ছিলেন ইসলামের মূলধারা সূন্নীয়তের অন্যতম ধারক। তিনি ঐতিহাসিক জশনে জুলুস প্রতিষ্ঠার মধ্য দিয়ে নবী (দ.) প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও বিশুদ্ধ আকিদার অনুশীলনে মাসিক তরজুমান প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, দেশের অন্যতম প্রধান মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতাও পীরে কামেল আল্লামা ছৈয়দ হাফেজ কারী তৈয়ব শাহ (রহ.)। তাঁর পদাংক অনুসৃত হলে জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মান অধিকতর সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ঐতিহ্যবাহী আল মাবরুর হজ কাফেলার উদ্যোগে অদ্য ১৬ জুন ২০২৫ সোমবার বাদে আছর মক্কাতুল মোকাররমাস্থ হেরেম শরিফের পাশে অভিজাত একটি হোটেল মিলনায়তনে প্রতি বছরের ন্যায় পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মারক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আল মাবরুর হজ্ব কাফেলার চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন ওস্তাজুল ওলামা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। আল মাবরুর হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দীন আলকাদেরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আল্লামা মোহাম্মদ মোরশেদুল হক। ঢাকা কাদেরীয়া তৈয়বীয়া কামিল (এম এ) মাদরাসার প্রধান ফকিহ মুফতি আল্লামা মাহমুদুল হাসান আনছারী। আল্লামা হাফেজ শায়খ গোলাম কিবরিয়া। ইহরাম হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ শফিউল বশর। আলহাজ্ব মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার, মাওলানা হাফেজ গিয়াস উদ্দীন ও মাওলানা সাইদুল আলম প্রমূখ। পরিশেষে মিলাদ, কিয়ামসহ দেশ- জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। অতঃপর তাবরুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর