অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহলবাড়ী এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উপলক্ষে স্থানীয় ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় বিশেষ আরাধনা ও মন্ত্র পাঠের মধ্য দিয়ে। পূজা চলাকালে কালী মা’র উদ্দেশ্যে ভোগ নিবেদন, আরতি ও প্রসাদ বিতরণ করা হয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা পূজায় অংশগ্রহণ করে কালী মা’র আশীর্বাদ কামনা করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রতি বছর এই পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল সক্রিয় ভূমিকা পালন করে।
এ উপলক্ষে মহলবাড়ী এলাকায় উৎসবের রঙে সেজে ওঠে এবং পূজাকে ঘিরে এলাকাজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।