মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
"প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা" শীর্ষক মতবিনিময় সভা হয়েছে খাগড়াছড়িতে। সকালে পৌর টাউন হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি, মূল্যায়নসহ সংকট, সমস্যা ও করণীয় নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়।
দুই জেলার ২শ' প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাসহ অনেকে অংশ নেন সভায়।

বক্তারা বলেন, পাহাড়ের দূর্গম এলাকার বিদ্যালয়গুলোতে আগত শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক, মানসিক অবস্থার গঠন এবং নিরাপদ যাতায়াত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠদান নিশ্চিত করার কথা জানান প্রধান শিক্ষকরা।এছাড়াও আইসিটি ক্লাস, নেটওয়ার্কিং সেবা চালু, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিতসহ অভিভাবকদের সচেতন করে তোলার উপর জোর তাগাদার কথা ওঠে আসে শিক্ষকদের বক্তব্যে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উপস্থিত ছিলেন।