মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) আওতাধীন চট্টগ্রামের ভূজপুর থানার আধাঁরমানিক বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
শনিবার (১৭ জানুয়ারী) রাতে সীমান্তের এ,কে, খান চা বাগান নামক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক এর দিক-নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ,কে,খান চা বাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে বিজিবি টহল দল। রাত ৯টার দিকে ২ চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২টি বস্তার ভিতর থেকে ৬টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।