রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শুক্রবার রাতে জেলার ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে মৃত সফর উদ্দিনের ছেলে মাহমুদ আল ইমরানের (৪৫) বসতবাড়ীর পশ্চিমপাশের টয়লেটের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। ভেড়ামারা থানার ওসি জায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার যাওয়ায় জিডি মূলে বিজ্ঞ আদালতে আলামত প্রেরণ করা হয়েছে।