মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম মিঞার সভাপতিত্বে ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০ ঘটিকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জয়পুরহাট এর সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন,অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ক্যাথরিন গোমেজ, মোঃ নাসির উদ্দিন, মোসাঃ জান্নাতুল ফেরদৌস, বিজ্ঞ সিভিল জজ বেগম মেহনাজ হুমাইরা কুহেলী, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকির, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শহিদুল ইসলাম, বিজ্ঞ পিপি এ্যাডঃ মোঃশাহনুর রহমান শাহীন, বিজ্ঞ স্পেশাল পিপি রিনাত ফেরদৌসী রিনি, অতিরিক্ত পিপি এ্যাডঃ মামুনুর রশীদ, এটিএম মুজাহিদ আজিজ, রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ০৫ এর কমান্ডার, বিজিবি প্রতিনিধি জয়পুরহাট, জয়পুরহাট জেনারেল হসপিটাল এর তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জনাব আসাদ আলী খন্দকার, জেল সুপার উম্মে সালমা, প্রসিকিউটর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্নিগ্ধা আক্তার, প্রবেশন অফিসার শারমিন সুলতানা, কোর্ট ইন্সপেক্টর, ওসি ডিবি ও জয়পুরহাট জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ। কনফারেন্সে জয়পুরহাট জেলার সার্বিক বিচারিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, বিভিন্ন সমস্যা নির্ধারণ ও উক্ত সমস্যাসমুহ সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সঠিক সময়ে মেডিক্যাল সার্টিফিকেট প্রদান ও তদন্ত প্রতিবেদন প্রদানের বিষয়ে গুরুত্ব প্রদান করা হয় , মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর প্রতি সমন প্রদান এবং তা যথাযথভাবে জারির কথা বলা হয়। সর্বশেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিঞা বলেন যে একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে তিনি সকলকে ধন্যবাদ প্রদান করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।