রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময়ে ক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস, কাঞ্চন কুমার হালদার, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সদস্য আলমগীর মন্ডল, শেফাদুল ইসলাম চান্নু, মিলন আলী, আবু হেনা মস্তফা কামাল, জাহিদ হাসান জিহাদ, আশরাফুল আলম হীরা, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দারে মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। এ ছাড়াও অর্থ সম্পাদক হাফিজুর রহমান ক্লাবের বাৎসরিক আয় ব্যয় বিবরণী পেশ করেন। ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ, কর্মকাণ্ডে গতিশীল ও ঐক্যবৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার পূর্বে ক্লাবের সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজের পিতা শফিউল্লাহ শেখের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।