মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট প্রচারণায় অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার স্ব স্ব বিদ্যালয়ের অভিভাবক ও মা-দের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ ও জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ করনে সম্মতি জ্ঞাপনে গণভোট হ্যাঁ অথবা না বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারণা করা হয়। পোস্টাল ব্যালটে ভোট দানে উদ্বুদ্ধ করণ,নির্বাচনী আচরণবিধি সম্পর্কেও প্রচারণা করা হয়। এ ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যেও অভিভাবকদের সাথে আলোচনা করা হয়।