রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়া ও মেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক এ দুই জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করেন বিআরটিএ'র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৪৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে আহত ১৩টি পরিবারের মধ্যে ৫টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ৮টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ২৩ লাখ টাকা এবং নিহত ৩৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৭৫ লক্ষ টাকা প্রদান করা হয়। কুষ্টিয়া জেলার জন্য সর্বমোট ১ কোটি ৯৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও মেহেরপুর জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২২টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে আহত ৮টি পরিবারের মধ্যে ২টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ৬টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১২ লক্ষ টাকা এবং নিহত ১৪টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৭০ লক্ষ টাকা প্রদান করা হয়। মেহেপুর জেলার জন্য সর্বমোট ৮০, লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময়ে কুষ্টিয়া বিআরটিএর সহকারি পরিচালক মাহাবুবি রব্বানি প্রমুখ উপস্থিত ছিলেন।