গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গতকাল ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনাল খেলায় পুলিশ অফিস দল শক্ত প্রতিপক্ষ রেঞ্জ অফিস দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ।
প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত পুলিশ সুপার বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। পুলিশ সদস্যদের পেশাগত ব্যস্ততার মাঝেও এমন ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জেলা পুলিশের এমন আয়োজন অব্যাহত থাকবে।
পরে সম্মানিত প্রধান অতিথি বিজয়ী দল পুলিশ অফিস এবং রানার্সআপ দল রেঞ্জ অফিসের হাতে ট্রফি তুলে দেন। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
পুরো আয়োজনটি সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ ধরনের ক্রীড়া কার্যক্রম জেলা পুলিশের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।